সরাইলে শোকাহত পরিবারকে সমবেদনা জানালেন এমপি পুত্র মাইনুল হাসান তুষার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ , ৪ সেপ্টেম্বর ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে শোকাহত পরিবারকে সমবেদনা জানালেন এমপি পুত্র মাইনুল হাসান তুষার
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বজনহারা শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানিয়েছেন স্থানীয় এমপি উকিল আবদুস সাত্তার ভূইঁয়ার একমাত্র পুত্র মাইনুল হাসান তুষার।
উপজেলার পাকশিমুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভীর আহমেদ শিহানের মায়ের মৃত্যুতে আজ শনিবার (৪ সেপ্টেম্বর) তিনি শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে তাদের বাড়িতে যান। সেখানে তিনি কিছুক্ষণ অবস্থান করে শোকাহত পরিবারের খোজঁ-খবর নেন ও স্বজনহারা পরিবারের লোকজনকে শান্তনা দেন। একই দিন তিনি সাবেক চেয়ারম্যান ইছা মিয়ার গ্রামের বাড়ি বড়ইছড়া গিয়ে শোকাহত পরিবারের লোকজনকে সমবেদনা জানান ও সার্বিক খোঁজ- খবর নেন।
এ সময় দলীয় বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের এমপি উকিল আবদুস সাত্তার ভূইঁয়া শারীরিকভাবে অসুস্থ থাকায় এমপির একমাত্র পুত্র মাইনুল হাসান তুষার এলাকার জনগণের সার্বিক খোঁজ-খবর রাখছেন বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন