সরাইলে শীতার্তদের মাঝে ইউএনও’র ২শত কম্বল বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ , ১৩ ডিসেম্বর ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
সরাইলে শীতার্তদের মাঝে ইউএনও’র ২শত কম্বল বিতরণ
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বিভিন্ন এলাকায় ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী মানুষের মাঝে ২০০টি কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সদরের উচালিয়াপাড়া, কুট্টাপাড়া মোড় ও সরাইল বাজার এলাকায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে এসব কম্বল বিতরণ করা হয়।
শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজের ছিন্নমূল মানুষরা। এমন মানুষদের খুঁজে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের কাছে রাতে কম্বল নিয়ে হাজির হন ইউএনও মো. মোশারফ হোসাইন। কনকনে শীতের মধ্যে কম্বল পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এসব ছিন্নমূল মানুষরা।
এ সময় সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার সহ সরাইল থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন