সরাইলে শীতার্তদের মাঝে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ , ১৫ জানুয়ারি ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শীতার্তদের মাঝে আনুষ্ঠানিকভাবে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার(১৫ জানুয়ারী) সকাল ১১টায় সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কয়েকশত শীতার্ত লোকদের মাঝে আনুষ্ঠানিকভাবে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করা হয়। সরাইল অন্নদা ৯৯ ব্যাচ ও ফ্রেন্ডস ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা, বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, শহীদ বুদ্ধিজীবীর সন্তান আওয়ামী লীগ নেতা এডভোকেট তানভীর হোসেন কাউছার, সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্র) আলহাজ্ব আনোয়ার হোসেন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান ও সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুলসহ বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতার্ত লোকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
আপনার মন্তব্য লিখুন