সরাইলে শিশু মেলা -২০১৮ উদ্ধোধন, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ , ১ সেপ্টেম্বর ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
:”শিশু গড়বে নতুন দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ”, “বঙ্গবন্ধুর সোনার বাংলায়, শিশু থাকবে সুরক্ষায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২দিন ব্যাপি শিশু মেলা-২০১৮ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। জেলা তথ্য অফিস ব্রাহ্মণবাড়িয়া ও গণযোগাযোগ অধিদপ্তর, তথ্যমন্ত্রণালয়ের উদ্যোগে ১-২সেপ্টেম্বর ব্যাপি সরাইল উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করা হয়। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী দিবসের শুরুতে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা ও উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। পরে জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) দীপক কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, সরাইল কলেজেরে অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বদর উদ্দিন, সাধারন সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, জাপা’র সদস্য সচিব মো. হুমায়ুন কবির প্রমূখ। অনুষ্ঠানে কোরআন তেলায়াত করেন মাওলানা শেখ আমান উল্লাহ ও গীতা পাঠ করেন শিক্ষক দুলাল চন্দ্র দাস। মেলায় মোট ১০টি স্টল স্থান পেয়েছে। অনুষ্ঠানে ত্রিতাল সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথের নেতৃত্বে শিক্ষার্থীরা সঙ্গীত পরিবেশন করে।
আপনার মন্তব্য লিখুন