সরাইলে শিশু ছাত্রীকে ধর্ষনের পর হত্যা, লাশ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ , ১৮ ডিসেম্বর ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিশু ছাত্রীর লাশ উদ্ধার করেছেন সরাইল থানা পুলিশ। ধারনা করা হচ্ছে শিশুটিকে ধর্ষনের পর হত্যা করা হয়েছে। মঙ্গলবার(১৭ডিসেম্বর) বিকালে উপজেলার পশ্চিম কুট্রাপাড়া এলাকার একটি বাশঁ ঝাড় থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত শিশুর লাশটি কুট্টাপাড়া গ্রামের আব্দুল হাফিজ মিয়ার তৃতীয় মেয়ে জয়নব(১০)। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রত্যাশী। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার(১৬ডিসেম্বর) সন্ধ্যায় জয়নব টিউবওয়েল মেরামতের একটি সেলাই রেঞ্জ পাশের বাড়িতে দিতে গিয়ে আর ফিরে আসেনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি স্বজনরা। পরদিন মঙ্গলবার বিকালে একই এলাকার ইছা মিয়ার বাড়ির পাশে বাঁশ ঝারে বিবস্ত্র অবস্থায় জয়নবের নিথর দেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী উপ-পরিদর্শক মোঃ শহিদ মিয়া বলেন, উলঙ্গ অবস্থায় শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) সাহদাত হোসেন টিটো বলেন, ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পরে হত্যা করে লাশটি ফেলে পালিয়েছে ধর্ষক। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার মন্তব্য লিখুন