সরাইলে শিক্ষা সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ , ৫ মে ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
সরাইলে শিক্ষা সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিক্ষা সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার(৫ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তাঁর উপস্থাপিত প্রবন্ধের শিরোনাম ছিলো “সরাইল উপজেলার শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়”। প্রবন্ধে উপজেলার শিক্ষা ব্যবস্থার বর্তমান চিত্র, বিদ্যমান চ্যালেঞ্জ, কাঠামোগত দুর্বলতা, মানোন্নয়নের প্রতিবন্ধকতা ও সম্ভাব্য সমাধানের পথ নির্দেশনা বিশদভাবে তুলে ধরা হয়।
সেমিনারে সরাইল উপজেলার সকল কলেজের অধ্যক্ষবৃন্দ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার সুপারগণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ অংশগ্রহণ করেন। প্রায় চার ঘণ্টাব্যাপী সেমিনারে অংশগ্রহণকারীরা মূল প্রবন্ধের আলোকে মুক্ত আলোচনা করেন এবং স্থানীয় শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যার মূল কারণ নির্ণয় ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে গঠনমূলক মতামত প্রদান করেন। শিক্ষক ঘাটতি, অবকাঠামোগত সমস্যা, শিক্ষার্থীদের ঝরে পড়ার হার, পাঠদানের মান, প্রযুক্তি ব্যবহার ও অবিভাবক সচেতনতার অভাবসহ বিভিন্ন বিষয় উঠে আসে আলোচনায়।
সবার অংশগ্রহণে সেমিনারটি প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনার এক পর্যায়ে উপস্থিত সকলে সরাইল উপজেলার শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে ও ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সেমিনার শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “শিক্ষার মানোন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। আজকের আলোচনাগুলো আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে সহায়ক হবে এবং সকলে মিলে কাজ করলে সরাইল উপজেলার শিক্ষাক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন নিশ্চিত করা সম্ভব।” এই সেমিনার উপজেলায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে, যেখানে প্রশাসন, শিক্ষক সমাজ ও সংশ্লিষ্ট দপ্তরসমূহ একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার মানোন্নয়নে নতুন পথ উন্মোচন করেছে।
উক্ত সেমিনারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য, উপজেলা শিক্ষা অফিসার নওশাদ মাহমুদ, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন চৌধুরী, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আনোয়ার হোসেন, শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শেখ সাদী, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন, প্রভাষক মাহবুব খান বাবুল, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরীফ উদ্দিন, সরাইল রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন, ত্রিতাল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ সঞ্জিব কুমার দেবনাথসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারি শিক্ষক-শিক্ষিকামন্ডলীসহ শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উক্ত সেমিনারে বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আইয়ুব খান।
আপনার মন্তব্য লিখুন