সরাইলে শিক্ষক ও সাংবাদিক শাহাগির মৃধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ণ , ৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
সরাইলে শিক্ষক ও সাংবাদিক শাহাগির মৃধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত
ডেস্ক রিপোর্টঃ
সরাইল উপজেলাধীন সূর্যকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সুর্যকান্দি মৃধাবাড়ির সন্তান ও কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ শাহাগির মৃধা। শিক্ষকতার পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশায়ও জড়িত আছেন। তিনি জাতীয় দৈনিক সময়ের কাগজ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি স্বাধীনতা শিক্ষক পরিষদের সরাইল উপজেলা শাখার সদস্য সচিবের দ্বায়িত্ব পালন করে আসছেন। ২৯ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) সূর্যকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসকক্ষে দাতা সদস্য মোঃ আমান উল্লাহর সভাপতিত্বে ম্যানেজিং কমিটির সভাপতি ও সহ সভাপতি নির্বাচনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য মোঃ শাহাগির মৃধাকে সভাপতি ও মোঃ আমান উল্লাহকে সহ সভাপতি নির্বাচিত করা হয়। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মোঃ মহিউদ্দিন লস্কর, মোঃ মোজাম্মেল হোসেন, তাসলিমা আক্তার, বিলকিস আক্তার, বিদ্যুৎসাহী সাবরিনা সূচি, শিক্ষক প্রতিনিধি রাজুন্নাহার উর্মি। সভা পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব মিসেস সামিরা ঝর্ণা।
আপনার মন্তব্য লিখুন