সরাইলে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ , ১৭ অক্টোবর ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে ৪বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, সাবেক ভূমি প্রতিমন্ত্রী উকিল অাবদুস সাত্তার ভূঁইয়া। বুধবার(১৭অক্টোবর) বিকাল অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী মহাবিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের কৃষি বিষয়ক সহ-সম্পাদক মো: ইয়াকুব এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় উকিলআব্দুস সাত্তার ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হিন্দু সম্প্রদায়ের উপস্থিত স্থানীয় সকল নেতৃবৃন্দের সাথে শারদীয় দুর্গাৎসবের শুভেচ্ছা বিনিময় করেনন এবং বিভিন্ন পূজা মন্ডপের সার্বিক খোঁজ-খবর নেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সকল পূজা মন্ডপে শারদীয় দূর্গা উৎসব পালিত হওয়ায় সভায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। এসময় ব্রাক্ষণবাড়িয়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, আশুগঞ্জ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সরাইল উপজেলা বিএনপির নেতা মোঃ শরিফুল্লাহ মৃধা, বিএনপি নেতা সোহেল আহমেদ, ছাত্রদল নেতা তানভীর আহমেদসহ অরয়াইল ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন