২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে শান্তিপূর্ন ও আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ , ২ সেপ্টেম্বর ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

  • সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলেও আজ শনিবার(২সেপ্টেম্বর) শান্তিপূর্ন ও ধর্মীয়ভাবগাম্বীর্যপূর্ণ আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে। সকাল ৮টা, কোথাও সকাল সাড়ে ৮টায় উপজেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ শেষে সামর্থবান ধর্মপ্রাণ মুসল্লিগণ মহান আল্লাহর হুকুম পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ঠি অর্জনের জন্য আল্লাহর রাস্তায় গরু, মহিষ, ছাগল, ভেড়াসহ পশু কোরবানী দিতে দেখা যায়। পরে কোরবানীর পশুর গোস্ত আত্বীয় স্বজন ও গরীব লোকজনদের মাঝে বিলি করা হয়। এ যেন মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে নতুন মাত্রা যুক্ত হওয়ার অনন্য এক চিত্র। সাধারণ জনগণের দৃষ্টি পেতে রং বেরং এর পোস্টার ও প্লেকার্ড টানিয়ে সাধারণ মানুষদেরকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বিভিন্ন এলাকায় গিয়ে গণসংযোক করে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন তারা। তবে ঈদের দিন বিকালে হঠাৎ এক পশলা বৃষ্টি  মানুষের মাঝে বাড়তি আনন্দের মাত্রা যুগিয়েছে। তবে মায়ানমারের নিরীহ রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বর ও অমানবিক হামলা চালিয়ে তাদের হত্যা করার বিষয়টি অনেকের ঈদের আনন্দকে ম্লান করে দিয়েছে। খোঁজ খবর নিয়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।  আজকের এই দিনে সকলের মধ্যে যে সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়েছে তা যেন অনাগত দিনগুলিতে অব্যাহত থাকে এমনটাই প্রত্যাশা করেছেন এলাকার সাধারণ জনগণ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2023
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আরও পড়ুন