সরাইলে শান্তিপূর্ণভাবে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ , ৩০ সেপ্টেম্বর ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শান্তিপূর্ণভাবে ও আনন্দঘন পরিবেশে শারদীয় দূর্গা পূজা উদযাপিত হচ্ছে। জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে ছোট-বড় ৪৮টি পূজা মন্ডবে শান্তিপূর্ণভাবে ও আনন্দঘন পরিবেশে হিন্দু সম্প্রদায়ের লোকজন পূজা উদযাপন করছেন। সবচেয়ে বড় পূজা মন্ডপ স্থাপিত হয়েছে সরাইল উচালিয়া পাড়া গ্রামে ডা: আশীষ চক্রবর্তীর বাড়িতে ও সরাইল
কালি বাড়িতে। এছাড়া বনিকপাড়া দিলীপ বনিকের বাড়ি, সাহা পাড়া ঠাকুর ধনের বাড়ি, উপজেলার চুন্টা, কালিকচ্ছ, শাহজাদাপুর, মলাইশসহ উপজেলার অন্যান্য স্থানে স্থাপিত পূজা মন্ডপে পূজা উদযাপিত হচ্ছে। বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ আবদুর রহমান, জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম(বার), উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) মোহাম্মদ ইকবাল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সরাইল সার্কেল মো: মনিরুজ্জামান ফকির, সরাইল থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়া, ওসি (তদন্ত) মোঃ কামরুজ্জামান। এছাড়া আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ অন্যান্য দলের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে বিভিন্ন সময়ে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। আজ শনিবার দিবাগত রাতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা।
আপনার মন্তব্য লিখুন