সরাইলে শহীদ বুদ্ধিজীবি দিবস-২০১৯ আনুষ্ঠানিকভাবে উদযাপিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ , ১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৪ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় শোক র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, ভাইস-চেয়ারম্যান আবু হানিফ, মহিলা ভাইস-চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসমত আলী, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদসহ বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উক্ত শোক র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান।
আপনার মন্তব্য লিখুন