সরাইলে র্যালি ও মানববন্ধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৪১ পূর্বাহ্ণ , ১৭ মে ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে র্যালি ও মানববন্ধন পালিত হয়েছে। রমজানের পবিত্রতা রক্ষার্থে র্যালি ও শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্ধের দাবিতে মানববন্ধন পালন করা হয়। সরাইল উপজেলা ইসলামী ফ্রন্ট, ইসলামী যুবসেনা ও ইসলামী ছাত্র সেনার উদ্যোগে মঙ্গলবার(১৪মে) বিকাল ৫টায় উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে র্যালি ও মানববন্ধন পালিত হয়েছে। সরাইল উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা এ জেড এম সাইদুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত উক্ত কর্মসূচীতে উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, ইসলামী ফ্রন্ট নেতা সৈয়দ তৈয়ব শাহ সিদ্দিকী, মাওলানা মুফতি সামসুল হক রেজভী, সরাইল উপজেলা যুব সেনার আহবায়ক হাফেজ শাহাদাত হোসেন, সরাইল উপজেলা ইসলামী ছাত্রসেনার সভাপতি মাজহারুল ইসলাম রেজা, সহ-সভাপতি কাউসার উদ্দিন জালালী, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ ঝিলন রেজভী, সাংগঠনিক সম্পাদক হাফেজ হেলাল, সরাইল সদর ইউনিয়ন ইসলামী ছাত্র সেনার সভাপতি আবুল হাশেম রেজভী, উপজেলা ছাত্র সেনার প্রচার সম্পাদক হাফেজ বায়েজীদসহ উপজেলা ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার অন্যান্য নেতা-কর্মীরা এতে অংশগ্রহন করেন।
আপনার মন্তব্য লিখুন