২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবু মুছা মৃধার দাফন সম্পন্ন, অশ্রু সিক্ত নয়নে চির বিদায়

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ , ১৯ জানুয়ারি ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

20210118_19260220210119_153744

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাষ্ট্রীয় মর্যাদায় আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আবু মুছা মৃধার দাফন সম্পন্ন হয়েছে। অশ্রু সিক্ত নয়নে চির বিদায় দিয়েছেন স্বজনরা। দুপুরে কালিকচ্ছ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একদল চৌকুষ পুলিশ গার্ড অফ অনার প্রদান করেন। এ সময় বিহবলে করুন সুর বাজিয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা আবু মুছা মৃধার কফিনে ফুল দিয়ে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুলসহ পুলিশ অফিসার ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ বিভিন্নস্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বাদ যোহর কালিকচ্ছ বাজার শাহী ঈদগাহ মাঠে জানাযার নামায অনুষ্ঠিত হয়। সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা ও সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও তৌহিদি জনতা, জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের গণ্যমান্যব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক লোকজন জানাযার নামাযে অংশগ্রহন করেন। জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবু মুছা মৃধা(৭১) সোমবার(১৮ জানুয়ারী) সন্ধা ৬টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি… রাজিউন)। বীর মুক্তিযোদ্ধা আবু মুছা মৃধা বাংলাদেশ আওয়ামী লীগ সরাইল উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও কালীকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া কালীকচ্ছ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সূর্যকান্দি সিরাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ছিলেন তিনি। বিশিষ্ট শালিসকারক হিসেবেও স্থানীয়ভাবে রয়েছে তাঁর খ্যাতি। ডায়াবেটিক ও শ্বাসকষ্ট জনিত কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন এর ওয়ার্ড নং ৬০২, বেড নং ০৪ এ ভর্তি হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি ৩মেয়ে ও ২পুত্রসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন