সরাইলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তযোদ্ধা মনির উদ্দিন আহমদ এর চির বিদায়
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ , ৯ সেপ্টেম্বর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
রাষ্ট্রীয় মর্যাদায় চির বিদায় নিলেন যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন আহমেদ(৬৪)। আজ বুুুধবার(৯সেপ্টেম্বর)বাদ যোহর সরাইল কুট্টাপাড়া শেখ রাসেল স্টেডিয়ামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের এই কৃতি সন্তান সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সাবেক কমান্ডার ও প্রথম শ্রেণির ঠিকাদার ছিলেন। সরাইল উপজেলা আওয়ামী লীগ এর প্রবীণ এই নেতার মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ শোক প্রকাশ করা হয়েছে ও শোক সন্তোপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি….রাজিউন)। দীর্ঘ ৫বছর ধরে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যূকালে তিনি ৪ছেলে ও ৪মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
আপনার মন্তব্য লিখুন