সরাইলে রানাকে বাচাঁতে এগিয়ে এসেছেন যুবসমাজ, সকলের সাহায্য কামনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ , ১৬ এপ্রিল ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
“মানুষ মানুষের জন্য, মানবতা বেচেঁ থাকুক চিরকাল”, মরিতে চাহিনা আমি এই সুন্দর ধরণীতে, “বাচিঁবার চাই আমি মানবের মাঝে, মানুষ যদি মানবিক গুনাবলীর হয় তবে তো বাচিঁবার স্বাদ সবারই হয়। এমনই মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বেচেঁ থাকা সরাইলের টগবগে যুবক রানাকে বাচাঁতে আর্থিক সাহায্য চেয়ে সরাইলের একদল যুবক উপজেলা সদরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, অফিসসহ সমাজের বিত্তশালীদের কাছে সাহায্য চেয়ে মানবতার সেবাই স্বেচ্ছায় এগিয়ে এসেছেন। আজ মঙ্গলবার(১৬এপ্রিল) দিন ব্যপি সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুল আসাদ সিজারসহ বিভিন্ন শ্রেণি পেশার একদল যুবক উপজেলা সদরের সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন থেকে রানার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য সংগ্রহ করেছেন। রানাকে বাচাঁতে একাধিক মেজর অপারেশন করতে কমপক্ষে ২লক্ষ ৫০হাজার টাকা প্রয়োজন বলে চিকিৎসকরা জানিয়েছেন। জানতে চাইলে এ পর্যন্ত বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের পক্ষ থেকে সাহায্য করা ১লক্ষ ১৯হাজার টাকা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুল আসাদ সিজার এর নিকট জমা হয়েছে বলে তিনি জানান। অপারেশনের জন আরও প্রায় দেড় লক্ষ টাকা প্রয়োজন যা রানার হত দরিদ্র পরিবারের পক্ষে যোগান দেওয়া অসম্ভব। মৃত্যুপথ যাত্রী রানাকে বাচাঁতে সমাজের বিত্তবানদের কাছে সরাইলের যুবসমাজসহ হত দরিদ্র পরিবারের পক্ষ থেকে আর্থিক সাহায্য কামনা করা হয়েছে। আর্থিক সাহায্য ইচ্ছুক যে কেউ আহত রানার পরিবারের লোকজনের সাথে অথবা করিম মাস্টারঃ ০১৭২০১০৮৬১৯ ও সিজারঃ ০১৭২১২৪৯২৫৫ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য নববর্ষের দিন সন্ধায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় সরাইল উপজেলার জিলুকদার পাড়া গ্রামের মাহমুদ মিয়ার পুত্র সিয়াম নিহত, উপজেলা সদরের বড়দেওয়ান পাড়ার রানা ও সাইমন আহত হয়েছেন। সাইমনের অবস্থা অনেকটা ভাল হলেও গুরুতর আহত রানা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যূর সাথে পাঞ্জা লড়ছেন। চিকিৎসকের পরামর্শ ক্রমে দ্রুত কয়েকটি অপারেশন করালে হয়ত বেচেঁ যাবে রানার প্রাণ। বেচেঁ যাবে একটি পরিবার। বন্ধুমহল ও স্বজনরা ফিরে পাবে তাদের চির চেনা আপনজন।
আপনার মন্তব্য লিখুন