সরাইলে রকেট মেম্বারের জানাযায় মানুষের ঢল, নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা ও দ্রুত বিচার দাবি, অশ্রুসিক্ত নয়নে চির বিদায়
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ , ১৫ ফেব্রুয়ারি ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রকেট মেম্বারের জানাযায় মানুষের ঢল নেমেছে। নৃশংভাবে কুপিয়ে সাবেক মেম্বার আবু বকর ছিদ্দিক প্রকাশ রকেট মেম্বার এর হত্যার তীব্র নিন্দা ও হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুয়বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। শুক্রবার দিবাগত রাতে বাদ এশা সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। অশ্রু সিক্ত নয়নে হাজারও মানুষ তাকেঁ চির বিদায় জানান। জানাযা পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল উপজেলা বি এন পি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির, নোয়াগাঁ ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ মনসুর মিয়া ও নিহত রকেট মেম্বারের পুত্র প্রমুখ। জানাযা শেষে বেপারীপাড়া পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, সরাইল সদর ইউনিয়নের বেপারিপাড়া গ্রামের সাবেক মেম্বার আবু বকর ছিদ্দিক প্রকাশ রকেট মেম্বারকে প্রাতঃবাজারে বৃহস্পতিবার(১৩ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ৭টায় হেলমেট পড়িহিত একদল অস্ত্রধারী সন্তাসী ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করে আবু বকর ছিদ্দিক ওরফে রকেট মেম্বারকে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকেঁ মৃত ঘোষনা করেন। হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছেন বলে জানা গেছে। একই এলাকার বর্তমান মেম্বার শাহ আলম এর সাথে নিহত সাবেক মেম্বার আবু বকর ছিদ্দিক এর গোষ্ঠীগত পূর্ব বিরোধের জের ধরে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে এলাকাবাসীর ধারনা।
আপনার মন্তব্য লিখুন