৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

সরাইলে যুবসমাজের ঈদ পুনর্মিলনী, মাদক ও সংঘাতমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ , ১১ জুন ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

FB_IMG_1560187158906FB_IMG_1560187211458FB_IMG_1560187163632

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
“আমরা সরাইলবাসী ঐক্য গড়ে, সরাইলের ঐতিহ্য রাখব ধরে” এই স্লোগানকে সামনে রেখে সরাইলে যুবসমাজের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার(১০জুন) বাদ মাগরিব সরাইল উপজেলা সদরের বড্ডাপাড়া সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের পাশে অবস্থিত হ্যালো মারওয়া হোটেল ও রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে জমজমাট এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকার চক বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের কৃতি সন্তান, “বিপদ মুক্ত রাস্তা চাই” সামাজিক জনসচেতনতামূলক সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব হাফেজ মোঃ আলতাফ হোসেন এর উদ্যোগে উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সরাইলের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে এক আনন্দঘন মিলনমেলার সৃষ্টি হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জহিরুল ইসলামের সঞ্চালনায় সেখানে একে একে বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করে সরাইলের অবহেলিত ও অসহায় মানুষের পাশে যার যার সামর্থ অনুযায়ী দাড়াঁনোর পাশাপাশি মাদকমুক্ত ও সংঘাতমুক্ত শান্তিপূর্ণ ও আদর্শ সরাইল বিনির্মাণে ঐক্যবদ্ধ্যভাবে সকলে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে “বিপদ মুক্ত রাস্থা চাই”, “নুরুন ফাউন্ডেশন”, ” সেবানন্দ”, “আত্বতা”, ” নব প্রত্যয়”, “আলোর মিছিল”, ” পরিবর্তন চাই”, “স্বপ্ন চূড়া”, ” ইয়ং স্টার ক্লাব”, ” প্রত্যাশা”, “হুলস্থুল”, ” নিউ স্টার ক্লাব”, এর নেতা-কর্মীসহ সরাইলের প্রগতিশীল যুবসমাজের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। পরে হাফেজ আলতাফ হোসেনের আমন্ত্রনে উপস্থিত সকলে সেখানে নৈশভুজে অংশগ্রহন করেন। সরাইলের সকল স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীদের একত্রিত করে ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে একটি চমৎকার মিলনমেলা উপহার দেওয়ার জন্য উপস্থিত সকলে আলহাজ্ব হাফেজ মোঃ আলতাফ হোসেনের সৃজনশীল মনমানসিকতার ভূঁইশী প্রশংসা করেছেন। সেই সাথে ভবিষ্যতে আরও ঝাকঁজমক ও আড়ম্বরপূর্ণভাবে সরাইলের সকল শ্রেণি-পেশার যুবসমাজকে নিয়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করে উপস্থিত সকলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার সমাপ্তি করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন