সরাইলে যুবলীগ নেতা পায়েল হোসেন মৃধার নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল মিছিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ , ১২ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রার্থী পায়েল হোসেন মৃধার নেতৃত্বে যুবলীগের নেতা-কর্মীদের একটি বিশাল মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ পালন করেছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বুধবার(১১নভেম্বর) সকাল ১১টায় উক্ত মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক দিয়ে বড্ডাপাড়া গরুবাজারে গিয়ে ফের উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে সমাবেশ মিলিত হয়। এ ব্যপারে যুবলীগ নেতা পায়েল হোসেন মৃধা বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক সফলতা কামনা করে তৃনমূলের নেতা-কর্মীদের সাথে নিয়ে সরাইল উপজেলা যুবলীগের সাংগঠনিক কার্যক্রমকে আরও অধিক শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন সেই সাথে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
আপনার মন্তব্য লিখুন