সরাইলে যুবলীগ নেতা পায়েল মৃধার উদ্যোগে খাবার ও মাস্ক বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ , ৩ মে ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
সরাইল উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী ও জেলা পরিষদের সদস্য পায়েল হোসেন মৃধার উদ্যোগে অসহায়, গরীব ও দুঃস্তদের মাঝে রান্না করা খাবার, মাস্ক ও ইফতার বিতরণ করা হয়েছে।
বৈশ্বিক মহমারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাসব্যাপী রান্না করা খাবার, মাস্ক ও ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সভাপতি এডভোকেট শাহানুর ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সাধারন সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস।
যুবলীগ নেতা পায়েল হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রোকেয়া বেগম, জেলা যুবলীগ সহ-সভাপতি এহসান উল্লাহ মাসুদ, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক হাজী মাহাফুজ আলী, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও যুবলীগ নেতা এডভোকেট জাহাঙ্গীর হোসেন শাহআলম কিরন, সদর উপজেলা যুবলীগ সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক জসীম রানা। সরাইল উপজেলা যুবলীগ নেতা মোকাররম আলী সোহেল, চয়ন ঠাকুর, রুবেল মিয়া ও কাশেম মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন