সরাইলে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ , ১১ নভেম্বর ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১১নভেম্বর শনিবার বিকালে সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আনন্দ র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন মন্তুর সভাপতিত্বে ও উপজেলস আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো: শের আলম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও র্যালিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুর রাশেদ, আওয়ামীলীগ নেতা এডভোকেট সৈয়দ তানবীর হোসেন কাউসার প্রমুখ। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আপনার মন্তব্য লিখুন