সরাইলে যুবলীগের কমিটি নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ , ৩ ডিসেম্বর ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন উপজেলার শাহবাজপুর ইউনিয়ন যুবলীগ নেতা-কর্মীরা। যুবলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলার শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে আজ রোববার(৩ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। জেলা যুবলীগের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ১ডিসেম্বর শুক্রবার জেলা যুবলীগের কার্যকরী কমিটির জরুরী সভায় শাহবাজপুর ইউনিয়ন শাখার যুবলীগ কমিটি বিলুপ্ত করে যুবলীগ নেতা কাজী মো: সালামকে সভাপতি ও মো: পারভেজকে সাধারণ সম্পাদক করে শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের একটি আংশিক কমিটি ঘোষনা করা হয় এবং আগামী ৩০দিনের মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের সাথে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়। এতে বিক্ষুদ্ধ হয়ে শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের সাবেক কমিটির সভাপতি শাহ মো. কাইয়ূম ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাজ্জির নেতৃত্বে আজ রোববার দুপুরে যুবলীগের শতাধিক নেতা-কর্মী বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-সিলেট মহাসড়কে শাহবাজপুর এলাকায় অবরোধ করে। এসময় বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা মহাসড়কের উপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। অর্ধ-ঘন্টাব্যাপি চলমান এ অবরোধে মহাসড়কের দুই দিকে প্রাই ৬কিলোমিটার র্পযন্ত যানঝট সৃষ্টি হয়। যাত্রীরা চরম ভোন্তিতে পড়েন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করলে মহাসড়কে যান চলাচল শুরু হয়। এ ব্যাপারে শাহ. মো: কাইয়ূম বলেন, চার বছর আগে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় জেলা ও উপজেলা কমিটি ৫১ সদস্যের ইউনিয়ন কমিটি গঠন করেছিল। ইউনিয়ন ও উপজেলা নেতৃবৃন্দকে না জানিয়ে অর্থের বিনিময়ে দুই সদস্যের একটি পকেট কমিটি ঘোষনা করেছে জেলা আওয়ামী যুবলীগ। আমরা এই কমিটি গঠনের নিন্দা ও প্রতিবাদ জানাই। সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মফিজ উদ্দিন ভূইয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেছে।
আপনার মন্তব্য লিখুন