সরাইলে যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ , ২১ নভেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৫৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সরাইল উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার(২১নভেম্বর) বাদ আছর উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড়ে আমির হামজা(রাঃ) মসজিদে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনিছুল ইসলাম ঠাকুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মিলাদ ও দোয়া মাফফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সম্মানিত সদস্য মোঃ শরীফ উল্লাহ মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু তাহের, বিএনপি নেতা রঞ্জন মিয়া ও কাজল মিয়া। সরাইল উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান সিদ্দিকী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম ও যুবদল নেতা মোহাম্মদ নুরুল আমিন মাস্টার এর নেতৃত্বে অনুষ্ঠিত উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে যুবদল নেতা শাহীন মিয়া, মিয়া মোহাম্মদ খোকন, মোঃ জালাল, আল আমিন, হিরু, সেলিম, হৃদয়, একরামসহ বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
আপনার মন্তব্য লিখুন