সরাইলে যুবক নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ , ১৮ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পানিশ্বর ইউনিয়নের দেওবাড়িয়া চক বাজারে এ ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় তাৎক্ষনিক জানা যায় নি। এ ব্যাপারে পানিশ্বর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দ্বীন ইসলাম বলেন, খবর পেয়ে কিছুক্ষণ আগে আমি ঘটনাস্থলে এসেছি। পুলিশও এখন এসেছে। শুনেছি ইউনিয়নের শাখাইতি গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে নাঈম মিয়া বাজারে প্রকাশ্যে এই যুবককে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এলাকার কেউই এই নিহত যুবককে চিনতে পারছেন না।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন ভূইঁয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহত ব্যক্তিকে কেউই চিনতে পারছেন না বলে ইউপি চেয়ারম্যান আমাকে জানিয়েছেন। আমি ঘটনাস্থলে যাচ্ছি।
আপনার মন্তব্য লিখুন