সরাইলে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যু বার্ষিকী পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ , ১৩ জুলাই ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
সরাইলে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের মৃত্যু বার্ষিকী পালিত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যুমনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০ টায় দৈনিক যুগান্তরের সরাইল প্রতিনিধি মো. মুরাদ খান এর উদ্যোগে উপজেলার কাটানিশার বাজার সংলগ্ন মুরাদ খান গণ পাঠাগারের হলরোমে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২( সরাইল-আশুগঞ্জ) আসনের সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা।
সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান এর সভাপতিত্বে ও সরাইল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সরাইল প্রতিনিধি মোঃ মুরাদ খান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মোখতার হোসাইন।
সরাইল উপজেলা কৃষক লীগের সভাপতি সাংবাদিক মোহাম্মদ শফিকুর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহমেদ, এডভোকেট দেলোয়ার হোসেন, সরাইল প্রেসক্লাবের সাবেক সহসভাপতি সামছুল আরেফিন, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম দুলাল, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মারুফ খান, ইউপি সদস্য মো. ফারুক মিয়া, বছিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুল ইসলাম, সাংবাদিক আক্তার হোসেন, যুবলীগ নেতা গিয়াস উদ্দিনসহ অন্যান্য লোকজন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, ১৯৭৪ সালে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের হাতেই প্রতিষ্ঠা হয় বিশ্বমানের এই যমুনা গ্রুপ। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের কর্মসংস্থান তৈরিতে নুরুল ইসলাম একজন আধুনিক চিন্তার সাহসী উদ্যোক্তা ছিলেন। স্বাধীন বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। এদেশের লক্ষ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি।
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকীর এইদিনে তার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান দান করেন এই জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
আপনার মন্তব্য লিখুন