সরাইলে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ , ১৫ আগস্ট ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কম:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসন সীমিত আকারে নানা কর্মসূচীর আয়োজন করেন। সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এমপি, সরাইল উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নানা শ্রেণি পেশার লোকজন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় মোনাজাত পরিচালনা করেন সরাইল উপজেলা আওয়ামী লীগ এর আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন। পরে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসার সভাপতিত্বে ও সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। বক্তব্য রাখেন সরাইল সার্কেলের এএসপি মো: আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগ এর আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো: আবু হানিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নোমান মিয়া, আওয়ামী লীগ নেতা হাজী মাহফুজ আলী ও এডভোকেট জয়নাল উদ্দিন। সরাইল উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগের নেতা-কর্মীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের বিশেষ ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
আপনার মন্তব্য লিখুন