সরাইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ , ২১ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীযপূর্র্ণ পরিবেশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সরাইল উপজেলা প্রমাসন নানা কর্মসূচী পালন করেছেন। অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন শুরু হয়। সরাইল উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংগঠন, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে রাত ১২টা ১মিনিটে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান শেষে সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন এর মোনাজাতের মাধ্যমে প্রথম প্রহরের অনুষ্ঠান শেষ হয়। পরদিন সকালে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। এতে সরাইল উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন স্তরের লোকজন অংশগ্রহন করেন। সরাইল উপজেলা চত্বর থেকে প্রভাত ফেরি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটো, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট নাজমুল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমত আলী, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক, গুনারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান রওশন আরা মাকসুদা প্রমুখ। আলোচনা শেষে একুশ ফেব্রুয়ারী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিক্ষর্থীদের মাাঝে পুরস্কার প্রদান করা হয়। পরে একই স্থানে ত্রিতাল সঙ্গীত নিকেতনের শিল্পিদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।











আপনার মন্তব্য লিখুন