সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ , ২৬ মার্চ ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি রপালন উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসন নানা কর্মসূচী গ্রহন করেন। ভোর সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরাইল প্রেসক্লাব পুষ্প মাল্য র্অপণ করেন। সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সারা দেশের ন্যায় একযোগে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানয়ি সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। এতে সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ এডভোকেট আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত, সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়াসহ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতের সভাপতিত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদমিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত। এতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার বর্গকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়।
আপনার মন্তব্য লিখুন