সরাইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ , ২২ ফেব্রুয়ারি ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সরাইল উপজেলা প্রশানের উদ্যোগে নানা কর্মসূচী পালিত হয়। বুধবার রাত ১২টা ১মিনিটে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটি পালনের নানা কর্মসূচী শুরু হয়। এ সময় সরাইল উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠন, সরাইল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন ফুলদিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সকালে সরাইল উপজেলা চত্বর থেকে উপজেলা প্রশাসনের উদ্যাগে প্রধান প্রধান সড়কে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। পরে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল -আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ জিয়াউল হক মৃধা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ তাহমিনা আক্তার, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন, সরাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো: রফিক উদ্দিন ঠাকুর, আওয়ামীলীগ নেতা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার মো: ইসমত আলী, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুর রাশেদ, জেলা পরিষদের সদস্য মো: পায়েল হোসেন মৃধা। উপজেলা প্রশানের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন স্তরের ও শ্রেণি পেশার নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ উক্ত প্রভাত ফেরি ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদ, শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করে ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন, প্রভাত ফেরি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন