সরাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত, আসন নিয়ে আওয়ামীলীগ নেতৃবৃন্দের ক্ষোভ, আয়োজকদের হুঁঁশিয়ারী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ , ১৬ ডিসেম্বর ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালনে সরাইল উপজেলা প্রশাসন নানা কর্মসূচী গ্রহন করেছেন। সরাইল উপজেলা চত্বরে ভোর সাড়ে ৬টায় ৩১বার তপোধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও অঙ্গসংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করেন। সকাল সাড়ে ৮টায় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কুচকাওয়াজ ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের ডিসপ্লে আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো: আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত, পুলিশের সরাইল সার্কেল মো: মনিরুজ্জামান ফকির, সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়াসহ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এসময় আওয়ামীলীগ নেতা এডভোকেট জয়নাল উদ্দিন জয় মঞ্চে আসন না পেয়ে কিছুক্ষন দাঁড়িয়ে থাকেন। এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে অনুষ্ঠানের আয়োজক কারা জানতে চান। আওয়ামীলীগ নেতাদের জন্য মঞ্চে আসন না রাখার কারন জানতে চান। এসময় তিনি বলেন, যারা আওয়ামীলীগ নেতাদের জন্য আসন রাখেননি তারা আওয়ামীলীগ বিরোধী ও স্বাধীনতার বিপক্ষের শক্তি। ভবিষ্যতে আওয়ামীলীগ নেতাদের জন্য আসন না রাখা হলে অনুষ্ঠান বয়কটসহ এর কড়া জবাব দেওয়া হবে বলে আয়োজকদের হুশিঁয়ার করেন তিনি। একই সময় সরাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল একই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার কলেজের ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রসমাজের শিক্ষক আমি। আমার আসনটি এখানে নেই। একই অভিযোগ তুলেন উপস্থিত আরোও অনেকে। মঞ্চে উপস্থিত শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন অতিথিদের বিশাল মঞ্চে শিক্ষকদের আসন চিহ্নিত করা হয়েছে মঞ্চের সর্বপশ্চিমে কর্নারে। এতে শিক্ষকরা অপমানবোধ করে আয়োজকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। পরে আসনের ব্যবস্থা করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এসময় মাঠে কচকাওয়াজ ও ডিসপ্লে প্রতিযোগিতা শুরু হয়। এতে পুলিশ প্রশাসনসহ বিভিন্ন স্কুল-কলেজের ৩০টি দল অংশগ্রহন করে। এদিকে দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদেরকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক-১ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিকালে উপজেলা চত্বরে সরাইলের ঐতিহ্যবাহী মোড়গ লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া বিকালে খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালনের নানা কর্মসূচী শেষ হয়।
আপনার মন্তব্য লিখুন