সরাইলে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ , ১৫ আগস্ট ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহন করা হয়।
সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংরক্ষিত মহিলা আসনের এমপি, উপজেলা প্রশাসন, সরাইল থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।
পরবর্তীতে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পৃথক পৃথক সময় ও স্থানে উপজেলা প্রশাসনের আয়োজনে ভার্চুয়াল আলোচনা সভা, সরাইল উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।
আপনার মন্তব্য লিখুন