সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ , ১৬ ডিসেম্বর ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০১৮ উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসন নানা কর্মসূচী গ্রহন করেছেন। সূর্যোদয়ের সাথে সাথে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সরাইল উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক,ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সেখানে পুষ্পমাল্য অর্পণ কর হয়েছে। পরে সকাল সাড়ে ৮টায় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসার সভাপতিত্বে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রহমান, বিশেষ অতিথি সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়া উপস্থিত থেকে শান্তির প্রতীক পায়ঁরা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে কোরআন তেলায়াত করেন হাফেজ মো: শামীম ও গীতা পাঠ করেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অনুসূয়া দেবনাথ পূজা। এ সময় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক বৃন্দ, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। সরাইল থানার এসআই রফিকুল ইসলাম এর নেতৃত্বে উপজেলা পুলিশ প্রশাসন দল , আনসার ভিডিপি দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন দল কুচকাওয়াজ প্রদর্শন করে অভিবাদন মঞ্চ অতিক্রম করে। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ছোট দল ও বড় দলে বিভক্ত করে ডিসপ্লে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলসহ অংশহগ্রহনকারী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারবর্গকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয় । বিকালে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে দিনব্যপি নানা কর্মসূচীর মাধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এদিকে অন্যান্য বছরের তুলনায় এ বছর বিজয় দিবসে অন্নদার মাঠে ফুটবল খেলা, উপজেলা চত্বরে অন্যান্য আনুষ্ঠানিকতার ব্যবস্থা না থাকায় আওয়ামী লীগ নেতা মাহফুজ আলীসহ একাধিক নেতা-কর্মী সাংবাদিকদের নিকট ক্ষোভ প্রকাশ করে বলেন এ বছর বিভিন্ন মাধ্যম থেকে বিজয় দিবসের আনুষ্ঠানিকতার জন্য মোটা অঙ্কের টাকা সংগ্রহ করা হলেও সেই তুলনায় তেমন কোনো খরচ করা হয়নি। বিজয় দিবস উদযাপনের নামে মোটা অঙ্কের টাকা চাদাঁবাজি হয়েছে কিনা এ বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন তিনি।
আপনার মন্তব্য লিখুন