সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ , ২৬ মার্চ ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহন করা হয়। সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে মোনাজাতের মাধ্যমে শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৮টায় সারাদেশের ন্যায় একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভূইঁয়া শান্তির প্রতীক পায়ঁরা উড়ানোর মাধ্যমে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। উপজেলা পুলিশ প্রশাসন, আনসার-ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথমে কুচকাওয়াজে অংশ গ্রহন করেন। পরে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে ডিসপ্লে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ক্রীড়ামোদী ও সাংস্কৃতিমনা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম এর পরিচালানায় সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিয় হয়। এ সময় বক্তাগণ সরাইলে অবিলম্বে রাজাকারদের তালিকা করার দাবি করেন। বিকালে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্নদা স্কুল মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এ সময় সার্বিক সহযোগিতা করেন সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদসহ ক্রীড়া সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য লিখুন