সরাইলে মোটর সাইকেল দুর্ঘটনা কেড়ে নিল নাহিদের প্রাণ, এতিম হলো ১৫ দিনের শিশু সন্তান, এলাকায় শোকের ছায়া
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:১৫ পূর্বাহ্ণ , ১৩ ডিসেম্বর ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
সরাইলে মোটর সাইকেল দুর্ঘটনা কেড়ে নিল নাহিদের প্রাণ, এতিম হলো ১৫ দিনের শিশু সন্তান, এলাকায় শোকের ছায়া
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ (গোগদ) নামক স্থানে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছে নাহিদ(২০) নামের এক যুবক। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নাহিদ উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পূর্বপাড়ার ফুল মিয়া সর্দারের পুত্র। নাহিদের মৃত্যুর মাত্র ১৫ দিন আগে তার এক পুত্র সন্তান জন্ম নেয়।
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত নাহিদের আকস্মিক মৃত্যুর খবরে পরিবারের লোকজনের মাঝে কান্নার রোল পড়ে। শোকের ছায়া নেমে আসে এলাকাবাসীর মাঝে। এক নজরে নাহিদের মরদেহ দেখতে লোকজন তাদের বাড়িতে ভীড় জমাতে দেখা যায়।
পরদিন শুক্রবার বাদ জুম্মা সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে বলে নিহত নাহিদের পারিবারিক সুত্রে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন