সরাইলে মহান মে দিবস আনুষ্ঠানিকভাবে পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ , ২ মে ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে আনুষ্ঠানিকভাবে মহান মে দিবস পালিত হয়েছে। “শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মো: আব্দুল জব্বারসহ বিভিন্ন স্তরের লোকজন এতে অংশগ্রহন করেন। পরে ইউএনও শ্রমিকদের ফুল দিয়ে মহান মে দিবসের শুভেচ্ছা জানান । এদিকে বিশ্বরোড মোড়ে উপজেলা সড়ক পরিবহন শ্রমিকলীগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে শ্রমিকদের ফুল দিয়ে মহান মে দিবসের শুভেচ্ছা জানান সিনিয়র সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোঃ মনিরুজ্জামান ফকির, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভূইয়া, সরাইল থানার ওসি তদন্ত মোঃ কামরুজ্জামান। ব্ক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও সরাইল উপজেলা আওয়ামীলীগ নেতা ফরহাদ রহমান মাক্কি, সরাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ, যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুর রাশেদ, এডভোকেট জয়নাল উদ্দিন জয়, মোঃ সুমন পারভেজ, উপজেলা সড়ক পরিবহণ শ্রমিকলীগের সভাপতি শেখ আবুল কালাম, সাধারণ সম্পাদক রাজন সর্দার, সিনিয়র সহ-সভাপতি হাজি মোহাম্মদ আলি ভুইয়া প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন