সরাইলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক বৃত্তি প্রদান
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ , ২৮ অক্টোবর ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান করা হয়েছে। আজ শনিবার(২৮অক্টোবর) সরাইল শিক্ষা ফাউন্ডেশন ঢাকা এর উদ্যোগে কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করেন। বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মোঃ হোসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল শিক্ষা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক সাউথইস্ট ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান মীর মোবাশ্বের আলী, বাংলাদেশ কৃষি ব্যাংক কেন্দ্রিয় শাখার উপ মহাব্যবস্থাপক আলহাজ্ব প্রকৌশলী মোঃ শাহজাহান, সহকারি আইনজীবি সমিতি কেন্দ্রিয় শাখার সভাপতি মোঃ নুর মিয়া, খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মো: আবদুর রহমান, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, এ আই মনোয়ার উদ্দিন মদন, এডঃ আবদুর রাশেদ। বক্তব্য রাখেন কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম, সরাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক মাহবুব খান বাবুল, বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সদস্য এনামুল হক লোকমান, মোখলেছুর রহমান সনু মিয়া, বিল্লাল হোসেন, হাসান আলী প্রমুখ। অনুষ্ঠানে সরাইল সদরের চারটি উচ্চ বিদ্যালয়ের ১২০ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ টাকা বৃত্তি প্রদান করা হয়।
আপনার মন্তব্য লিখুন