সরাইলে মেঘনা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ , ৫ সেপ্টেম্বর ২০১৭, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় আজ মঙ্গলবার(৫সেপ্টেম্বর) বিকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের পাল পাড়া এলাকায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ৮টি পরিবারকে মোট ১৫ বাণ ঢেউটিন ও নগদ ৪৫ হাজার টাকা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনের সংসদ সদস্য এড. জিয়াউল হক মৃধা, সরাইল উপজেলা নির্বাহী অফিসার(অ: দা:) মোহাম্মদ ইকবাল হোসেন, পানিশ্বর ইউনিয়নের চেয়ারম্যান দ্বীন ইসলাম, পানিশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা জাতীয় পাটির সদস্য সচিব হুমাযুন কবির, উপজেলা জাতীয় পার্টি নেতা এমদাদুল হক সালেক, পানিশ্বর ইউপি জাতীয় পার্টির সভাপতি নাজমুল হক, উপজেলা ছাত্র সমাজের সভাপতি উজ্জল, নুরুল ইসলাম মেম্বার , শাখাইতি গ্রামের সাবেক ইউপি সদস্য মোস্তফা মিয়া প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন