সরাইলে মেঘনা নদীতে দিনদুপুরে যাত্রীবাহী নৌকায় ডাকাতি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ , ২৬ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেসরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীতে দিনদুপুরে একটি যাত্রীবাহী নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল নৌকার যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মির পর তাদের মারধোর করে মালামাল লুটে নেয়। এ ঘটনায় নৌকার সুদানি (মাঝি) মন্নাফ মিয়া সহ কয়েকজন যাত্রী আহত হন। আজ মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে মেঘনা নদীর অরুয়াইল-ভৈরব নৌপথের সরাইল উপজেলার পানিশ্বর এলাকায় কাকলী ব্রিকস ফিল্ডের সামনে এ নৌ ডাকাতির ঘটনা ঘটে।ডাকাতদলের কবলে পড়া নৌকার মাঝির সহকারি বদরুল আলম সাংবাদিকদের বলেন, শতাধিক যাত্রী সহ মালামাল নিয়ে আমাদের নৌকা ভৈরব থেকে অরুয়াইলের উদ্দেশ্যে রওয়ানা হয়। দুপুর অনুমান পৌনে দুইটার দিকে নৌকাটি সরাইলের পানিশ্বর এলাকায় কাকলী ব্রিকস ফিল্ডের সামনে পৌঁছলে, নৌকায় আগে থেকেই যাত্রী বেশে উঠে থাকা ৭/৮জন ডাকাত পিস্তল, রামদা, ছুরি ও কেসি সহ দেশীয় অস্ত্রের মুখে নৌকার যাত্রী সহ সকলকে জিম্মি করে ফেলে। এসময় তারা নৌকার সুদানি ও কয়েকজন যাত্রীকে মারধোর শুরু করে। পরে ডাকাতদল নৌকাটিকে তীরে ভিরিয়ে যাত্রীদের স্বর্ণালঙ্কার, মুঠোফোন এবং নৌকায় থাকা ব্যবসায়ীদের দোকানের বিভিন্ন মালামাল সহ বাইসাইকেল ও ফ্যান লুটে নেয়। সরাইল থানার ওসি মফিজ উদ্দিন ভূইঁয়া বলেন, ইদানিং এখানকার মেঘনা নদীতে নৌডাকাতের উৎপাত বেড়েছে। এ ডাকাতির ঘটনাটি আমরা জেনেছি। খোঁজ খবর নেওয়া হচ্ছে, অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মন্তব্য লিখুন