সরাইলে মুসুল্লির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ , ২৯ নভেম্বর ২০১৭, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মুসুল্লির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। এশার নামাজের সময় মসজিদের সামনে দিয়ে মিছিল করতে বাঁধা দেওয়ায় এক মুসুল্লিকে মারধরের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল বের হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু ও সাধারণ সম্পাদক মো: শের আলম মিয়ার নেতৃত্বে মাদকবিরোধী একটি মিছিল উপজেলা চত্বর থেকে আজ ২৯নভেম্বর বুধবার দিবাগত সন্ধা রাতে বের হয়। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শাহী জামে মসজিদের সামনে মিছিলটি পৌছঁলে মসজিদে এশার নামাজ পড়তে আসা মুসুল্লিদের মধ্যে ইউনুছ মিয়া প্রকাশ ইনু মিয়া নামে এক মুসুল্লি নামাজের সময় মসজিদের সামনে দিয়ে মিছিল করতে বারণ করেন। এতে মিছিলকারীরা ক্ষিপ্ত হয়ে ইনু মিয়ার উপর চড়াও হয়। এক পর্যায়ে তারা ইনু মিয়াকে টেনে হেঁচরে মসজিদের আঙ্গিনা থেকে বের করে রাস্থায় নিয়ে মারধর করার অভিযোগ উঠে। এ ঘটনায় মসজিদে এশার নামাজ পড়তে আসা সকল মুসুল্লিরা ক্ষিপ্ত হয়ে মিছিলকারীদের ধাওয়া করে। পরে সকল মুসুল্লিরা এ ঘটনার প্রতিবাদে ও ইনু মিয়ার উপর হামলাকারীদের বিচারের দাবিতে উপজেলার প্রধান প্রধান সড়কে তাৎক্ষনিক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করেন।
আপনার মন্তব্য লিখুন