সরাইলে মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে ৩১ পরিবারকে গৃহ প্রদান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ , ২০ জুন ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে ৩১ পরিবারকে গৃহ প্রদান
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
“বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” চলমান মজিব বর্ষে এই স্লোগানকে সামনে রেখে দ্বিতীয় দফায় সরাইলে ৩১টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (২০জুন) সকালে সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫৩,৩৪০ টি গৃহহীন পরিবারকে আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহ প্রদান ( ভূমিসহ) কার্যক্রমের উদ্ধোধনের ধারাবাহিকতায় সরাইলে এ কার্যক্রম গ্রহন করা হয়েছে।
এ উপলক্ষে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের (৩১২) সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ।
সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরাইল সার্কেল এর সহকারি পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, সরাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট মোঃ নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবদুর রাশেদ।
সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন ও সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন