সরাইলে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় নারী হত্যার অভিযোগ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ , ৫ অক্টোবর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মুখোশধারী একদল দুর্বৃত্তের হামলায় গৃহবধূ হত্যার অভিযোগ উঠেছে। হামলায় গৃহকর্তাও আহত হয়েছেন। শনিবার গভীর রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম সেলিনা বেগম (৬০)। তাঁর স্বামীর নাম কিতাব আলী (৬৫)। জানা যায়, বসতবাড়ির জমি নিয়ে প্রায় ৩০ বছর ধরে পাকশিমুল গ্রামের কৃষক কিতাব আলীর সঙ্গে তাঁর চাচাত ভাই মোতালিব মিয়ার বিরোধ চলছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ১৫টি মামলা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে কিতাব আলী ও তাঁর স্ত্রী নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। রাত একটার দিকে কয়েকজন লোক তাঁদের ঘরের দরজায় শব্দ করেন। তখন কিতাব আলী ঘরের দরজা খোলেন। দরজা খোলার পর কিতাব আলীকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে তাঁর মাথায় ও ঘাড়ে আঘাত করে মুখোশ পরা কয়েকজন। স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে স্ত্রী সেলিনা বেগমকেও মারধর করা হয়। এ সময় তাঁর চিৎকারে প্রতিবেশীরা এসে তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সেলিনা বেগমকে মৃত ঘোষণা করেন।
এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ বলেন, বৃদ্ধ নারীর লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে আছে। ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। লাশের মাথার পেছনে আঘাতের চিহ্ন আছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য লিখুন