১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে মুখরোচক আলোচনা, এক কেন্দ্রে নৌকা প্রতীক পেল ৩ ভোট

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ , ১ ডিসেম্বর ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইলে মুখরোচক আলোচনা, এক কেন্দ্রে নৌকা প্রতীক পেল ৩ ভোট

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বল্প নোয়াগাঁও সরকার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সেলিম খন্দকার ভোট পেয়েছেন ৩ ভোট। এ ব্যপারে বিভিন্ন মহলে চলছে মুখরোচক আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ জনাকীর্ণ বিভিন্ন স্থানে আলোচনায় স্থান পেয়েছে নৌকা প্রতীকে মাত্র ৩ ভোট পাওয়ার বিষয়টি।
জানা যায় ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপে সরাইল উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদেরর মধ্যে সরাইল সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৪জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার মোটর সাইকেল প্রতীকে ৯ হাজার ১ শত ২৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। একই ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী সেলিম খন্দকার ৫হাজার ৭ শত ১৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
নির্বাচন পর্ববর্তী আলোচনায় বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের প্রাপ্ত ভোটের কাউন্ট-ডাউনে আলোচনায় স্থান পেয়েছে স্বল্প নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী সেলিম খন্দকার ৩ ভোট পাওয়ার বিষয়টি।
আওয়ামী লীগ দলীয় অনেক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২ হাজার ৪ শত ৩৩ জন ভোটারের উক্ত কেন্দ্রে ১ হাজার ৬ শত ১ জন ভোটার ভোট প্রদান করলেও আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকে ভোট দিয়েছেন কেবল ৩ জন। নৌকা প্রতীকে এককেন্দ্রে ৩ ভোট পাওয়ার এ বিষয়টি বিভিন্ন মহলে মুখরোচক আলোচনার সৃষ্টি করেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আরও পড়ুন