সরাইলে মুক্তিযোদ্ধা সংসদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ , ২৬ ডিসেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মুক্তিযোদ্ধা সংসদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল। শনিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব ইসমত আলীর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা হাজী মাহফুজ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। সভায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শাহ আবু তাহের, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন আহম্মেদসহ পাঁচজন প্রয়াত মুক্তিযোদ্ধার জন্য শোক প্রস্তাব করা হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল, সরাইল থানার অফিসার ইনচার্জ আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবদুর রাশেদ, বীর মুক্তিযোদ্ধা এ আই মনোয়ার উদ্দিন আহমেদ মদন প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন