সরাইলে মীর আহাদ আলী নামে এক কিশোর নিখোঁজ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ , ৮ অক্টোবর ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে মীর আহাদ আলী নামে এক কিশোর নিখোঁজ
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মীর আহাদ আলী(১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন। উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের মীরাপাড়ার মীর হাকিম আলীর পুত্র মীর আহাদ আলী গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকাল ৫টার পর থেকে নিখোঁজ রয়েছেন। এ ব্যপারে সরাইল থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। ডায়রী নং ৪৬২ তারিখঃ ০৮-১০-২০২১।
এ ব্যপারে নিখোঁজ মীর আহাদ আলীর বড় ভাই ও সরাইল বিকাল বাজার ” সরাইল সু-স্টোর” এর মালিক মীর শাহেদ আলী জানান, বৃহস্পতিবার বিকাল ৫ টা পর্যন্ত তার ছোট ভাই মীর আহাদ আলী বিকাল বাজারে তাদের সু-স্টোরে ছিল। এর পর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না। আত্বীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখোঁজি করেও মীর আহাদ আলীর কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি আরও বলেন, নিখোঁজের বিষয়ে সরাইল থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।
নিখোঁজ ছোট ভাই মীর আহাদ আলীকে ফিরে পেতে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন তিনি।
আপনার মন্তব্য লিখুন