সরাইলে মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ , ১১ ডিসেম্বর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) বিকালে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া এলাকায় উক্ত খেলা অনুষ্ঠিত হয়। DFL ফুটবল কমিটির উদ্যোগে মাদক বিরোধী উক্ত ফাইনাল ম্যাচ ভুরষেত বাড়ি ও পূর্বপাড়া একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।
খেলায় পূর্বপাড়া একাদশ বিজয়ী হয়। দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সাবেক সভাপতি আরমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল ও সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।। এ সময় অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী লোকজন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন