সরাইলে মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭ অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ , ২০ নভেম্বর ২০১৭, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। সরাইল ঈশা খাঁ ক্রীড়া চক্রের উদ্যোগে ১৯নভেম্বর রবিবার দিবাগত রাত ৮টায় উপজেলার সদর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের কৃতি সন্তান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল -আশুগঞ্জ) নির্বাচনী এলাকায় বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো: আনোয়ার হোসেন মাস্টার। বিএনপি নেতা কামাল পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা মেম্বার নাসরিন বক্স, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মো: জুয়েল ঠাকুর, বিএনপি নেতা জয়নাল উদ্দিন, শাহ জাবেদ, সালা উদ্দিন সুরুজ, সরাইল উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রানা আহমেদ জিল্লু, সরাইল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সহ-সভাপতি মো: আকবর, সরাইল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোস্তাক আলম খন্দকার রিগ্যান, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মুকুল, সহ-সাংগঠনিক সম্পাদক মিজান খন্দকার, যুবদল নেতা মো: বায়েস, ছাত্রদল নেতা গিয়াস উদ্দিন সোহাগ, সাজিন, বাবু প্রমুখ। ইমরান বক্স মিনি ক্রিকেট টিম বনাম আবুল হাসান মিনি ক্রিকেট টিমের মধ্যে অনুষ্ঠিত উক্ত খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন সাগর বক্স ও নজরুল বক্স। খেলায় ২০রানের ব্যবধানে বিজয়ী হয়েছেন আবুল হাসান মিনি ক্রিকেট টিম। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সরাইল উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো: খোকন মিয়া ও শিক্ষানবিশ আইনজীবি আকরাম উল্লাহ বাবু।
আপনার মন্তব্য লিখুন