মায়ানমার রোহিঙ্গা মুসলমানদের বর্বর হত্যা ও নির্যাতনের প্রতিবাদে সরাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ , ৫ সেপ্টেম্বর ২০১৭, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়েছে। সরাইল সদর সম্মিলিত ওলামা তোলাবা পরিষদের উদ্যোগে মায়ানমার নিরীহ রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বর হামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে আজ মঙ্গলবার(৫সেপ্টেম্বর) বেলা ১২টায় সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা শেখ আমান উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মজিদ, মাওলানা মঈনুল ইসলাম খন্দকার, মুফতি মুরশেদ আলম চৌধুরী, মাওলানা মুফতি কেফায়াত উল্লাহ আল মাহদী, মাওলানা গাজী মাহফুজ মাদানী প্রমুখ। বক্তাগণ অবিলম্বে বার্মার নিরীহ রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বর হামলা, নির্যাতন ও হত্যা বন্ধের দাবি জানান অন্যথায় ঐক্যবদ্ধ মুসলিম তৌহিদি জনতা এর দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছে।
আপনার মন্তব্য লিখুন