সরাইলে মাহফিলের নামে গান-বাজনা বন্ধে ইউএনও’র প্রশংসনীয় উদ্যোগ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ , ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
সরাইলে মাহফিলের নামে গান-বাজনা বন্ধে ইউএনও’র প্রশংসনীয় উদ্যোগ
সরাইল নিউজ ২৪ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাহফিল করার নামে আয়োজন করা গান-বাজনা বন্ধ করার মত প্রশংসনীয় উদ্যোগ গ্রহন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন। শুক্রবার রাতে উপজেলার বৈশামুড়া গ্রামে তিনি এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ফিরোজ মিয়া নামে এক ব্যক্তি মাহফিলের কথা বলে গান-বাজনার আয়োজন করেন। এ আয়োজন কবরস্থানের পাশে হওয়ায় এলাকার লোকজন আপত্তি তুলেন। বিষয়টি ইউএনও এবং ওসিকে অবহিত করেন তারা। ফিরোজ মিয়াকে এ আয়োজন বন্ধ করতে ফোনে নির্দেশনা দেওয়া হয়। এতে কাজ না হলে এক পর্যায়ে পুলিশ সেখানে অভিযান চালায়। লোক সমাগম বেশি হওয়ায় পুলিশ সেখান থেকে চলে আসে। এরই মধ্যে সেখানে উত্তেজনা দেখা দেয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন সেখানে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে গান বাজনা বন্ধ করে দেন। এ সময় ফিরোজ মিয়া পালিয়ে যায়। অভিযানের সময় গান-বাজনার কাজে ব্যবহৃত কিছু সরঞ্জাম জব্দ করে নিয়ে আসে পুলিশ।
আপনার মন্তব্য লিখুন