৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে মাসব্যপি টাইফয়েড টিকাদান কর্মসূচী: টার্গেট ১ লাখ ৪৮ হাজার ৭৫৪ শিশু, কিশোর ও কিশোরীকে টিকাদান

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ , ১১ অক্টোবর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 weeks আগে

সরাইলে মাসব্যপি টাইফয়েড টিকাদান কর্মসূচী: টার্গেট ১ লাখ ৪৮ হাজার ৭৫৪ শিশু, কিশোর ও কিশোরীকে টিকাদান

এম এ করিম সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রোববার (১২ অক্টোবর) থেকে  শুরু হচ্ছে মাসব্যপি টাইফয়েড টিকাদান কর্মসূচী। উপজেলার ২১৬টি কেন্দ্রে পর্যায়ক্রমে দেওয়া হবে এ সব টিকা।  ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত শিশু, কিশোর ও কিশোরীদের মাঝে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কিন্ডারগার্টেন ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে অবহিতকরণ, প্রশিক্ষণ, সেমিনার ও আলোচনা সভার মাধ্যমে টাইফয়েড টিকা প্রদান নিশ্চিত করণে নেওয়া হয়েছে কার্যকর পদক্ষেপ।

জানা গেছে, সরাইল উপজেলায় টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ১ লাখ ৪৮ হাজার ৭শত ৫৪ জন। এ পর্যন্ত রেজিস্ট্রেশন আওতায় এসেছে ১লাখ এক হাজার ৮ শত ৩৯ জন। ১২ অক্টোবর থেকে উপজেলার ২৬ টি মাধ্যমিক বিদ্যালয়, ১২৬ টি প্রাথমিক বিদ্যালয়, ১৪০টি কিন্ডারগার্টেন এবং ১৩২ টি মাদ্রাসায় টিকা প্রদান শুরু হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৮১ জনের সম্মিলিত একটি দল একাধিক উপদলে বিভক্ত হয়ে মাসব্যাপী ২১৬ টি কেন্দ্রে ধারাবাহিক ভাবে এই টাইফয়েড টিকা প্রদানের কাজ বাস্তবায়ন করবে। তবে প্রায় ৫০ হাজার এখনো রেজিস্ট্রেশন করতে পারে নাই।

এ ব্যপারে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নিজাম উদ্দিন বলেন, নবম শ্রেণিতে পড়লেও অনেকের বয়স ১৫ বছরের বেশি হওয়ায়, বিদ্যালয়ে শিক্ষার্থী নিয়মিত উপস্থিত না থাকায়, ধর্মীয় কুসংস্কার, শিক্ষার্থীদের অসুস্থতা, ফেইসবুকে ( এ আই) এর মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের কারণে শতভাগ রেজিস্ট্রেশন সম্ভব হয়নি। তবে আমাদের স্বাস্থ্য বিভাগের কর্মীরা নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে, যারা এখনো রেজিস্ট্রেশন করতে পারেনাই তাদের তালিকা সংগ্রহ করে রেজিস্ট্রেশনের সহযোগিতা করছে। আশা করছি মাসব্যাপী প্রোগ্রামে আশানুরূপ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করে আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছবো।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আরও পড়ুন