সরাইলে “মারকাজুল হিফজু মাদানী মাদ্রাসা” ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ , ২৪ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাহমুদুল হাসান(১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন সরাইল থানা পুলিশ। আজ বৃহস্পতিবার(২৪অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পাঠানপাড়ায় অবস্থিত আবাসিক মারকাজুল হিফজ মাদানী মাদ্রাসা থেকে ঐ ছাত্রের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশটি উক্ত মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মাহমুদুল হাসান এর এবং তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মালিহাতা গ্রামের মৃত কালু মিয়ার পুত্র বলে জানা গেছে। অনুসন্ধানে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মাহমুদুল হাসানের মা ও কাকা তাকে মাদ্রাসায় দিয়ে যান। নিয়ম অনুযায়ী এ সময় মাদ্রাসার ছাত্রদের ঘুমানোর সময় ছিল। মাহমুদুল হাসানও এ সময় অন্যান্য ছাত্রদের মত ঘুমাতে যান। দুপুর ১২টার দিকে সকল ছাত্ররা ঘুম থেকে উঠে পড়ার প্রস্তুতি নেওয়াকালে মাদ্রাসার স্টোর রুমের দরজা ভেতরের দিক থেকে বন্ধ থাকতে দেখেন উপস্থিত শিক্ষক ও ছাত্ররা। এ অবস্থায় খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে এসে দরজা খুলে মাহমুদুল হাসানের ঝুলন্ত লাশ উদ্ধার করেন। এ সময় সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সাহাদাত হোসেন টিটু ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন