সরাইলে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ , ২৯ নভেম্বর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার(২৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার প্রধান প্রধান সড়কে প্রতিবাদ মিছিল শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা চত্বরের প্রধান সড়কের পশ্চিম পার্শ্বের প্রবেশ পথ বন্ধের প্রতিবাদে ও উক্ত প্রবেশ পথ খুলে দেওয়ার দাবিতে কয়েকশত নারী- পুরুষ উক্ত প্রতিবাদ মিছিল ও মানববন্ধন পালন করেছেন।
অনুসন্ধানে জানা যায়, সরাইল উপজেলা প্রশাসনিক চত্বরের প্রধান সড়কের পশ্চিমপার্শ্ব দিয়ে খোলা থাকায় দীর্ঘদিন ধরে সদর ইউনিয়নের দক্ষিণ আরিফাইল গ্রামসহ আশ-পাশের বিভিন্ন এলাকার লোকজন উক্ত রাস্তা দিয়ে যাতায়াত করে আসছেন। এছাড়া উপজেলা কমপ্লেক্স জামে মসজিদেও ঐ এলাকার বিভিন্ন মুসল্লিগণ জুম্মার নামায পড়তে উক্ত রাস্তার প্রবেশ পথ ব্যবহার করে আসছেন। এদিকে উপজেলা প্রশাসনিক চত্বরের বিভিন্ন দাপ্তরিক অফিস সরকারি বিধি অনুযায়ী অফিস চলাকালীন সময় পর্যন্ত কর্মচঞ্চল থাকলেও অফিস চলাকালীন সময়ের আগে ও পরে অফিসপাড়া অরক্ষিত থাকায় বখাটেদের উৎপাদ থাকে প্রতিনিয়ত। এছাড়া অফিস পাড়ার নিরাপত্তা বেষ্টনী না থাকায় বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি অফিসে চুরি সংগঠিত হওয়ার ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। নিরাপত্তার দিক বিবেচনা করে সরাইল উপজেলা প্রশাসন বিভিন্ন সময়ে অফিস পাড়ার নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। জনগণের চলাচলের দিক বিবেচনা করে অফিসপাড়ার পশ্চিম পার্স্ব ও দক্ষিণ আরিফাইল গ্রামের পূর্বপার্শ্বে সদর স্কুলের সামনে দিয়ে সরাইল বাজারে স্থানীয় এলাকাবাসীর যাতায়াতের বিকল্প রাস্তা ইতিমধ্যেই নির্মাণ করা হয়েছে। সম্প্রতি উপজেলা চত্বর জামে মসজিদ ভেঙ্গে সরকারি অর্থায়নে নতুন করে উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজ চলমান রয়েছে। উপজেলা প্রশাসনিক চত্বরের নিরাপত্তা বিবেচনায় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার(ভূমি) ফারজানা প্রিয়াংকার উদ্যোগে সম্প্রতি উপজেলা চত্বরের পশ্চিমপার্শ্বের প্রবেশ পথ বন্ধ করা হয়। এছাড়া উপজেলা চত্বরের পূর্ব দিকে উপজেলা নির্বাহী অফিসার এর বাসভবনের পূর্ব পার্শে নিরাপত্তা গেইট নির্মাণাধীন রয়েছে। অফিস পাড়ার চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনীর ফলে অফিস চলাকালীন সময়ের আগে ও পরে অফিস পাড়ায় বখাটেদের যাতায়াত বন্ধ হওয়াসহ সরকারি বিভিন্ন দপ্তরের নিরাপত্তা নিশ্চিৎ হচ্ছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন